শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলার আড়াইবাড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও ধর্মীয় বক্তা শায়েখ মাওলানা মো: গোলাম সারোয়ার সাঈদী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার ভোর ৪টা ১৫মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় গত ৫ই নভেম্বর রাতে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছিলো। গোলাম সারোয়ার সাঈদী আড়াইবাড়ীর মরহুম পীর আল্লামা গোলাম হাক্কানীর (রহ.) সাহেবজাদা, আল্লামা কামালুদ্দিন জাফরীর পৌত্রা ও ড. মিজানুর রহমান আজহারীর নানা। মরহুমের জানাজার নামাজ আজ (শনিবার) বাদ আসর আড়াইবাড়ী কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।