মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : বানিয়াচংয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৭ আসামিকে আটক করেছে বানিয়াচং থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (৩০অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত’র নেতৃত্বে এসআই আব্দুস ছাত্তার ও ধ্রুবেশ চক্রবর্তীর সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
আটককৃত আসামিরা হলো-জাতুকর্ণ পাড়া এখলাছ মিয়ার পুত্র সুরুজ্জামান মিয়া, কবিরপুর গ্রামের কালা মিয়ার পুত্র ইয়াউর রহমান, দক্ষিণ সাঙ্গর গ্রামের মৃত আকরাম আলীর পুত্র জাকির হোসেন, মৃত লস্কর মিয়া আনসারীর পুত্র এছাক মিয়া, এছাক মিয়ার পুত্র মালেক মিয়া, মৃত সুন্দর আলীর পুত্র কাজী ধনু মিয়া ও মৃত রফিকুল ইসলামের পুত্র আব্দুল কাশেম।
সকল আসামিদেরকে পরের দিন বৃহস্পতিবার (৩১অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত আসামিদের আটকের সত্যতা নিশ্চিত করে জানান, বানিয়াচং উপজেলাকে অপরাধমুক্ত করতে এটা আমাদের নিয়মিত অভিযান । এ অভিযান চলমান থাকবে।