বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

শ্রীমঙ্গলে ট্রেনের ইঞ্জিনে আগুন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গল রেলস্টেশনে একটি মেয়াদ উত্তীর্ণ মালবাহী ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় মালবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় ট্রেনের চালক দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন । তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, স্টেশনের ২ নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা ২০১৫ এম ইজি ১১ বি আর ট্রেনের সামনে ইঞ্জিন থেকে ধোঁয়া ও আগুন বের হয় দেখে উৎসুক জনতা এগিয়ে আসেন। এসময় ট্রেনের চালক জনতার সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

আগুন লাগার ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে শ্রীমঙ্গল থেকে ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন।

ট্রেনের চালক হোসেন শহীদ বলেন, ইঞ্জিনের একজাস্টায় ময়লা জমায় কার্বন গলে যাওয়ায় আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে। ২০১৫ এম ইজি ১১ বি আর মালবাহী ট্রেনের এই ইঞ্জিনটি ১৯৫২ সালের। এটি মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন। সময়মত যদি আগুন নিয়ন্ত্রণে আনা না যেত তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com