সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক : ঢাকা মহানগর উত্তরে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি। দক্ষিণে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু আহমেদ মন্নাফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
শনিবার (৩০ নভেম্বর) ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলনের (উত্তর ও দক্ষিণ) দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
কমিটি ঘোষণার সময় ওবায়দুল কাদের বলেন, ঢাকা মহানগর উত্তরে সভাপতি পদে ৮ জন, সাধারণ সম্পাদক পদে ৯ জনের নাম প্রস্তাব করা হয়। দক্ষিণে সভাপতি পদে ১০ জন ও সাধারণ সম্পাদক পদে ১৩ জনের নাম প্রস্তাব হয়। আমরা সমঝোতার জন্য তাদের ১০ মিনিট সময় দিয়েছি। কিন্তু সমঝোতা না হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে শাখা ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি এবং দক্ষিণে সভাপতি আবু আহমেদ মন্নাফি ও হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। আশা করি আওয়ামী লীগ সভানেত্রীর এই সিদ্ধান্ত আপনারা মেনে নেবেন।
২০১৬ সালের ১০ এপ্রিল মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণ, ৪৫টি থানা এবং ১০০টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তখন ঢাকা মহানগর উত্তরে আওয়ামী লীগের সভাপতি করা হয় এ কে এম রহমত উল্লাহ এবং সাধারণ সম্পাদক করা হয় সাদেক খানকে।
দক্ষিণের সভাপতি হন আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক হন শাহে আলম মুরাদ।
ঢাকা মহানগর উত্তরের নব নির্বাচিত সভাপতি শেখ বজলুর রহমান এর আগে বিদায়ী কমিটির সহ-সভাপতি ছিলেন। তার আগেও তিনি সহ-সভাপতি ছিলেন। তিনি ওয়ার্ড আওয়ামী লীগ থেকে শুরু করে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন ও সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
এস এ মান্নান কচি ছিলেন বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। অবিভক্ত ঢাকা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকও ছিলেন। ছিলেন অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক।
ঢাকা মহানগর দক্ষিণের সদ্য বিদায়ী কমিটির সহ সভাপতি ছিলেন আবু আহমেদ মন্নাফি ও হুমায়ুন কবির দুই জনই।