বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক : না ফেরার দেশে পারি জমালেন ওমানের সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদ (‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয় সুলতানের মৃত্যুর খবর। শুক্রবার সন্ধ্যায় মারা যান সুলতান কাবুস। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
১৯৭০ সালে ওমানের মসনদে বসেন কাবুস বিন সাঈদ। অবিবাহিত হওয়ায় কোন উত্তরাধিকার নেই কাবুসের। জীবদ্দশায় কাউকে উত্তরাধিকারী ঘোষণাও করে যাননি তিনি।
ওমানের সংবিধান অনুযায়ী, তিন দিনের মধ্যে নির্বাচিত করতে হবে নতুন সুলতান। রাজপরিবারে আছেন মোট ৫০ জন পুরুষ সদস্য। সর্বসম্মতিতে সুলতান নির্বাচন সম্ভব না হলে দেশটির বিশেষ কাউন্সিল তাদের কাছে সংরক্ষিত সুলতানের গোপন চিঠি থেকে উত্তরাধিকারীর নাম ঘোষণা করবে। সুলতান কাবুসের মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে ওমানে।