মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন
রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে“শিখবে শিশু হেসে খেলে-শান্তিমুক্ত পরিবেশ পেলে”এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বর্ণিল আয়োজনে অনুষ্টিত হয়েছে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক আনুষ্টান ২০২০।
উপজেলার ১৭ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কৃতি প্রতিযোগিদের মধ্যে পুরষ্কার তুলে দেয়া হয়েছে,এসব পুরুষ্কার হাতে পেয়ে গোটা উপজেলার ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে বইছে খুশির উল্লাস।
কাউকান্দি চতুর্ভুজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানুন পারভেজের সঞ্চালনায় ও বড়দল পুড়ানহাঠি সপ্রাবি প্রাধান শিক্ষক ইকবাল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্টানে প্রাধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বড়দল দক্ষিন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আজহার আলী।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আরিকুর রেজা খান,সহকারী শিক্ষা অফিসার মোঃআবু সাঈদ, সহকারী শিক্ষা অফিসার বিপ্লব চন্দ্র সরকার, কাউকান্দি সপ্রাবি সাবেক সভাপতি ডঃ হাবিবুর রহমান হাবিব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বড়দল বাগবাড়ি সপ্রাবি প্রধান শিক্ষক মখছিতুল ইসলাম, হলহলিয়া পশ্চিম সপ্রাবি প্রধান শিক্ষক মোশাহিদ আহমেদ, পুরানখালাশ সপ্রাবি প্রধান শিক্ষক কফিল উদ্দিন, টাকাটুকিয়া সপ্রাবি প্রধান শিক্ষক সন্ধারানী, জামলাবাজ সপ্রাবি প্রধান শিক্ষক রেখা রাণী, সাংবাদিক রাহাদ হাসান মুন্না প্রমুখ।
এছাড়াও স্থানীয় অভিবাবক বৃন্ধসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।