শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি দীপঙ্কর কান্তি দের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কু-চক্র মহলের অপপ্রচারের প্রতিবাদে তাহিরপুর উপজেলার বাদাঘাট সরকারি কলেজের ছাত্রলীগ নেতাকর্মীরা এক প্রতিবাদ মিছিল করেন।
বাদাঘাট সরকারি কলেজের ছাত্রলীগ সভাপতি তারেক আল-মামুন ও জেলা ছাত্রলীগ নেতা তানভীর হাসানের নেতৃত্বে শুক্রবার (৩১ শে জানুয়ারি) বিকেলে বানিজ্যকেন্দ্র বাদাঘাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ কার্যালয়ে এসে মিলিত হন নেতাকর্মীরা।
প্রতিবাদ মিছিল শেষে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে তীব্র-নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন, বাদাঘাট সরকারি কলেজের ছাত্রলীগ নেতা তারেক আল-মামুন, জেলা ছাত্রলীগ নেতা তানভীর হাসান, বাদাঘাট সরকারি কলেজের সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি শাহারিয়ার হাসান, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান অপু, জেপি জিলহজ, ইসলাম উদ্দিন, কবির হোসেন, সজিব আহমেদ, আনিসুর রহমান রতন প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ থেকে শুরু করে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, যারা এই অপপ্রচার চালাচ্ছেন তারা এখনো সাবধান হয়ে যান, আমাদের নেতাকে আমরা ভালোভাবেই জানি। আমাদের জানা মতে উনার মধ্যে কোন রকম কালো দাগ নেই, নেই কোন দুর্নীতি, তিনি সুনামগঞ্জ জেলার ছাত্রীলীগ পরিবারের একজন অভিভাবক সাদা-মনের মানুষ, ছাত্রলীগ নেতাকর্মীদের ছায়া।