বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন

চীনে বাংলাদেশিরা করোনাভাইরাসে আক্রান্ত নন : রাষ্ট্রদূত

তরফ নিউজ ডেস্ক : চীনে অবস্থানরত কোনও বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত নয় এমনটাই জানালেন চীনা রাষ্ট্রদূত।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বারিধারার চাইনিজ অ্যাম্বেসিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে চীনা রাষ্ট্রদূত বলেন, সার্স এবং ইবোলা ভাইরাসে মৃত্যু হার বেশি থাকলেও করোনাভাইরাসে সেই হার অনেক কম। শুধু করোনাভাইরাসেই নয়, স্বাভাবিকভাবেও অনেকে মারা যাচ্ছে। আমরা অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ ও সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছি।

তিনি বলেন, সাধারণ মানুষকে সচেতন করতে গণমাধ্যমের ভূমিকা নিতে হবে। শঙ্কা নয় সচেতনতা দরকার। মানুষকে বুঝতে হবে কোনটা গুজব কোনটা সত্যি।

রাষ্ট্রদূত বলেন, চীনের প্রত্যেকটি বিমানবন্দরে যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে। উহানে থাকা শিক্ষার্থীদের খোঁজ রাখছে সরকার। করোনাভাইরাসের কারণে চীন-বাংলাদেশ সম্পর্কে কোনও প্রভাব পড়বে না। এর প্রমাণ এখনও দুই দেশের ভ্রমণ কিংবা বাণিজ্যে কোনও নিষেধাজ্ঞা আসেনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com