শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবল উপজেলার মিরপুর একাদশ ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ মাঠে শনিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে মিরপুর ক্রিকেট প্রিমিয়ার লীগের টুনার্মেন্টের উদ্বোধন করা হয়েছে।
আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক এম শামছুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুনার্মেন্টের উদ্বোধন ঘোষনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দেওয়ান আব্দুল বাছিত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মওদুদ আহমেদ, আবুল কাশেম, মোঃ ফরিদ মিয়া।
আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আহম্মদ আলী, মোঃ রুবেল মিয়া, সুমন মিয়া।
টুর্নামেন্টে ৬ টি দল অংশ গ্রহন করে। জনি স্পোটিং ক্লাব, বিষু সুপার কিংস, ইব্রাহিম ওয়ারিয়র্স, রুহান স্পোটস,ফাস্ট এন্ড ফিডরিয়াস ইলিভেন ও মুন স্টার ক্লাব।
উল্লেখ, খেলায় শুধুমাত্র বাহুবল উপজেলার খেলোয়ারগন অংশ গ্রহন করবে।