শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
আজ রবিবার (৯ ডিসেম্বর) টস জিতে ফিল্ডিং নেয় উইন্ডিজ অধিনায়ক।
আজ দুপুর ১টায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে। এটি দিবা-রাত্রি ম্যাচ হবে।
এছাড়া মঙ্গলবার (১১ ডিসেম্বর) একই স্টেডিয়ামে, একই সময়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেটিও হবে। এরপর ১৪ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ পর্যন্ত ২৫টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। ৯টি ওয়ানডেতে জিতেছে বাংলাদেশ। হেরেছে ১৫টি ওয়ানডেতে। একটি ম্যাচের রেজাল্ট হয়নি।
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এর আগে ৩ বার ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০০৯ সালে প্রথমবার সিরিজ জেতার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশও করেছে বাংলাদেশ। সেটি ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই। এরপর ২০১২ সালে দেশের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে জিতেছে। এ বছর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আবার ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ বার ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। তিনবার জেতার বিপরীতে পাঁচবার হেরেছে। তবে সর্বশেষ সিরিজে বাংলাদেশেরই জয় হয়েছে। দুই দলের মধ্যকার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সর্বশেষ সিরিজে এবং বাংলাদেশের মাটিতে সর্বশেষ সিরিজে বাংলাদেশই জিতেছে। বাংলাদেশের মাটিতে অবশ্য ২০১২ সালের পর দুই দলের মধ্যকার আর কোন ওয়ানডে সিরিজই হয়নি। এবার ওয়েস্ট ইন্ডিজ এমন সময়ে বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে আসল, যখন দেশের মাটিতে ওয়ানডেতে ভয়ঙ্কর দল হয়ে উঠেছে বাংলাদেশ। টেস্টেই বাংলাদেশের বিপক্ষে কুলিয়ে উঠতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডেতে তাহলে কী হবে? ৩-০ কী সম্ভব? সেই প্রশ্ন উঠছে।
বাংলাদেশ ওয়ানডে দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লা রিয়াদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, রোস্টন চেজ, দেবেন্দ্র বিশু, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো, শাই হোপ, কেমো পল, কাইরন পাওয়েল, কেমার রোচ, ওশানে টমাস।