শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

নবীগঞ্জে বইছে গাছে গাছে আমের মুকুলের সুবাতাস

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জে শীতের শেষে প্রকৃতিতে এখন ফাগুন মাস আর বসন্তকাল। আম গাছ এখন মুকুলে ভরপুর। তাই বাতাসে বইছে মুকুলের মৌ মৌ ঘ্রাণ। বাতাসে সুবাস ছড়াচ্ছে আমের মুকুল।

সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় প্রায় সব বাড়ির আঙ্গিনা, বাগান ও নার্সারির গাছগুলোতে ভরপুর আমের মুকুল দেখা যাচ্ছে। আম গাছের ফুলন্ত মুকুলের সুবাস বাতাসে ছড়িয়ে দিচ্ছে চতুরদিকে। কিছুদিনের মধ্যে প্রতিটি গাছগুলোতে আম ধরবে। এদিকে আমের মুকুল ফোটার কারণে মৌমাছিরা ব্যস্ত মধু সংগ্রহে। অপরদিকে ফাগুনের ছোঁয়ায় পলাশ, শিমুল বনে বনে লাল রঙের ছোঁয়া লেগেছে। নানা রঙ্গের ফুলের সমারোহে প্রকৃতি যে বর্ণিল সাজে সাজ্জিত।

নবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় সকল গাছেই আমের মুকুল এসেছে খুব ভরপুরে। অল্প কিছুদিনের মধ্যে গুটি আম থেকে ছোট ছোট আম আসবে। আম বাগানের মালিকদের সাথে আলাপকালে তারা জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর আমের মুকুল খুব বেশি দেখা যাচ্ছে। আশা করি এবার ভাল আমের ফলন পাওয়া য়াবে। তবে খনার বচন আছে যে বছর বেশি আমের মুকুল আসে সে বছর নাকি ঝড় তুফান বেশি হয়।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা মাকসুদুল আলম এর সাথে কথা হলে তিনি বলেন, আম গাছ পরিচর্যা ও মুকুলকে পোকা- মাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে ওষুধ ও স্প্রে ব্যবহারের পরামর্শ এবং আম চাষিদের উন্নত আম চাষ ও আমের বাগান তৈরির পরামর্শ দেবেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com