বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

নবীগঞ্জে বইছে গাছে গাছে আমের মুকুলের সুবাতাস

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জে শীতের শেষে প্রকৃতিতে এখন ফাগুন মাস আর বসন্তকাল। আম গাছ এখন মুকুলে ভরপুর। তাই বাতাসে বইছে মুকুলের মৌ মৌ ঘ্রাণ। বাতাসে সুবাস ছড়াচ্ছে আমের মুকুল।

সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় প্রায় সব বাড়ির আঙ্গিনা, বাগান ও নার্সারির গাছগুলোতে ভরপুর আমের মুকুল দেখা যাচ্ছে। আম গাছের ফুলন্ত মুকুলের সুবাস বাতাসে ছড়িয়ে দিচ্ছে চতুরদিকে। কিছুদিনের মধ্যে প্রতিটি গাছগুলোতে আম ধরবে। এদিকে আমের মুকুল ফোটার কারণে মৌমাছিরা ব্যস্ত মধু সংগ্রহে। অপরদিকে ফাগুনের ছোঁয়ায় পলাশ, শিমুল বনে বনে লাল রঙের ছোঁয়া লেগেছে। নানা রঙ্গের ফুলের সমারোহে প্রকৃতি যে বর্ণিল সাজে সাজ্জিত।

নবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় সকল গাছেই আমের মুকুল এসেছে খুব ভরপুরে। অল্প কিছুদিনের মধ্যে গুটি আম থেকে ছোট ছোট আম আসবে। আম বাগানের মালিকদের সাথে আলাপকালে তারা জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর আমের মুকুল খুব বেশি দেখা যাচ্ছে। আশা করি এবার ভাল আমের ফলন পাওয়া য়াবে। তবে খনার বচন আছে যে বছর বেশি আমের মুকুল আসে সে বছর নাকি ঝড় তুফান বেশি হয়।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা মাকসুদুল আলম এর সাথে কথা হলে তিনি বলেন, আম গাছ পরিচর্যা ও মুকুলকে পোকা- মাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে ওষুধ ও স্প্রে ব্যবহারের পরামর্শ এবং আম চাষিদের উন্নত আম চাষ ও আমের বাগান তৈরির পরামর্শ দেবেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com