বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

সিরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানীর সঙ্গে হোমস প্রদেশের সংযোগকারী সড়কে শনিবার একটি জ্বালানি ট্যাংকারের সঙ্গে দুইটি বাস ও একাধিক গাড়ির সংঘর্ষে অন্তত ২২ জন মারা গেছে। রাষ্ট্রীয় মিডিয়ার খবরে এ কথা বলা হয়।

ঘটনাস্থল পরিদর্শন করে ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ খালেদ আল-রাহমন বলেন, দামেস্কের বাইরে একটি জ্বালানি ট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে ১৫টি গাড়ি ও দুইটি বাস দুমড়ে-মুচড়ে দিলে এই হতাহতের ঘটনা ঘটে। বাস দুইটিতে অনেক ইরাকি যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আরো ৭০ জন আহত হয়েছে।

রাষ্ট্রীয় মিডিয়ায় প্রচারিত ফুটেজে দেখা যায়, দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে। আশঙ্কা করা হচ্ছে, দুর্ঘটনায় নিহতরা ইরাকী শিয়া তীর্থযাত্রী, তারা রাজধানীর কাছে কোন পবিত্রস্থান পরিদর্শনে যাচ্ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com