মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৫:০৭ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক : রাজধানী ঢাকাসহ সারা দেশে ২৪ ঘণ্টায় আরও ১৯৮ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (১৫ মে) পর্যন্ত এ নিয়ে পুলিশে বাহিনীতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৪১ জনে। এর মধ্যে ডিএমপির এক হাজার ৪১ জন সদস্য রয়েছে।
পুলিশ সদর দফতর সূত্র জানায়, করোনা উপসর্গ নিয়ে শুক্রবার (১৫ মে) পর্যন্ত এক হাজার ১৭১ জন পুলিশ সদস্য আইসোলেশনে ছিলেন। এর আগের দিন আইসোলেশনে ছিল এক হাজার ১৫২ জন। এ পর্যন্ত ৩৩৩ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন।
করোনায় আক্রান্ত হয়ে যে সাতজন পুলিশ সদস্য মারা গেছেন, তারা সবাই ডিএমপির।
পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-গণমাধ্যম ও জনসংযোগ) সোহেল রানা জানান, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নানাবিধ উদ্যোগের ফলে করোনা আক্রান্ত পুলিশ সদস্যরা সুস্থ হয়ে উঠছেন।