শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন
আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: চলমান করোনা পরিস্থিতিতে ইফতার মাহফিল করতে না পেরে কুমিল্লার লাকসাম এ. মালেক ইনস্টিটিউশনের (রেলওয়ে হাইস্কুল) ২০০৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা ঈদ উপহার হিসেবে লাকসাম দৌলতগঞ্জ এতিমখানায় নতুন ভর্তি হওয়া ২৫জন এতিম শিক্ষার্থীকে পোষাক ও কোরআন শরীফ উপহার দিয়েছেন।
এ মালেক ইনস্টিটিউশনের (রেলওয়ে হাইস্কুল) ২০০৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী সরকারি একটি গুরুত্বপূর্ণ সংস্থার কর্মকর্তা জাহেদ হোসেন জানান, আমরা ২০০৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা মিলে একটি ইফতার মাহফিলের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু এ বছর করোনা ভাইরাসের কারনে আমরা স্বশরীরে উপস্থিত থাকতে পারবো না বিধায় সিদ্ধান্ত নিয়েছি এতিমখানায় এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করবো। খবর নিয়ে দেখি সেটাও হচ্ছে না। করোনায় সকল শিক্ষার্থীরা ছুটিতে রয়েছে।
অতঃপর বিকল্প চিন্তা হিসেবে এতিমদের জন্য কিছু করার তাগিদ হিসেবে তাদের ঈদ আনন্দে আমরা শরিক হওয়ার একটু প্রয়াস হিসেবে নতুন শিক্ষার্থীদের জন্য পোষাক ও কোরআন শরীফ উপহার দিয়েছি।