শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

বাহুবলে মিষ্টি দোকান থেকে সরকারি চাল উদ্ধার, আটক ১

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারের এক মিষ্টি দোকান থেকে ৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় দোকানে থাকা এক কর্মচারীকে আটক করা হয়। সাথে মিষ্টির দোকাটিও সিলগালা করে দেয়া হয়।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় উপজেলার মিরপুর চৌমুহনীর ফরিদ মিয়ার মালিকাধীন বিছমিল্লাহ সুইটসমিট এন্ড সৌরভ কনফেকশনারী দোকান থেকে এ চালগুলি উদ্ধার করে জব্দ করা হয়।

আটককৃত দোকান কর্মচারী মৌলভীবাজার জেলার নোমান অাহমেদ সেঁজু (২০) নাম বলে জানা যায়।

জানা যায়, মিষ্টির দোকানে সরকারি চাল রয়েছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে অভিযান চালান। এসময় দোকান থেকে সরকারি স্টিকার যুক্ত ৬ বস্তা চাল উদ্ধার করে জব্দ করে উপজেলায় নিয়ে যান। এসময় দোকানে থাকা নোমান অাহমেদ সেঁজু নামে কর্মচারীকে আটক করে দোকান সিলগালা করে দেওয়া হয়।

বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর ৬ বস্তা চাল একটি মিষ্টির দোকান থেকে জব্দ করা হয়েছে এবং দোকানটি সিলগালা করে দেয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com