মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

চুনারুঘাটে নদী পারাপারের জন্য নৌকা হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের খনকারিগাও- কাজিরখিল গ্রামের লোকজনককে করাঙ্গী নদী পারাপারের জন্য নৌকা দেয়া হয়েছে।

সোমবার দুপুরে গ্রামবাসীর কাছে নৌকা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।

অন্যানদের মাঝে উপস্তিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দাদুর রহমান আব্দাল, সাংবাদিক ইসমাইল হোসেন বাচ্ছু, আসাদুজ্জামান লিটন, কাজী মাহমুদুল হক সুজন, আনোয়ার হোসেন লিজন, আব্দুল কাইয়ুম মাষ্টার, মোঃ সায়েব আলী, মোঃ মাসুক মিয়া, ফরিদ মিয়া, আতাউর রহমান জুয়েল, নুর মোহাম্মদ, সুমন মিয়া, মুক্তাদির তালুকদার, মোঃ আবেদ আলী, আব্দুর রশিদ, গোপাল পাল প্রমুখ।

পরে উপজেলা চেয়ারম্যান নবনির্মিত কাজিরখিল প্রাথমিক বিদ্যালয় ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।

উল্লেখ্য যে, সম্প্রতি খনকারিগাও গ্রামের মৃত দুলাল পালের লাশ নিয়ে সাঁকো পারাপারের সময় সাঁকো ভেঙ্গে লাশসহ বহনকারী সবাই নদীতে পড়ে যান।
এ নিয়ে তরফ নিউজে সংবাদ প্রকাশের মাধ্যমে তোলপাড় সৃস্টি হলে জেলা প্রশাসকের নির্দেশক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায়ের নেতৃত্বে উপজেলা প্রশাসন সরজমিনে পরিদর্শনে আসে।

উপজেলা পরিষদ থেকে নৌকাটি বরাদ্ধ দেয়া হলে আজ তা গ্রামবাসীর কাছে হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com