রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৪:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর

সিলেটের তিনসহ ২৩ পৌরসভায় বিএনপির প্রার্থী যারা

তরফ নিউজ ডেস্ক: সিলেট বিভাগের তিনটি পৌরসভায় এ বছরের ডিসেম্বর মাসের ২৮ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য সোমবার (৩০ নভেম্বর) প্রার্থী নির্ধারণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

প্রথম ধাপের পৌর নির্বাচনে সিলেট বিভাগের সুনামগঞ্জের দিরাই, মৌলভীবাজারের বড়লেখা ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন- দিরাইয়ে মো. ইকবাল হোসেন চৌধুরী, বড়লেখায় আনোয়ারুল ইসলাম ও শায়েস্তাগঞ্জে এম এফ আহমেদ অলি।

সোমবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

শায়রুল জানান, চলতি বছরের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ২৫টি পৌরসভার নির্বাচন। ইতোমধ্যে এ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং ভারপ্রাপ্ত তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু দলের মহাসচিব স্বাক্ষরিত প্রত্যায়নপত্র প্রার্থীদের হাতে তুলে দেন।

২৩টি পৌরসভায় প্রত্যায়ন পাওয়া বিএনপির প্রার্থীরা হলেন- সুনামগঞ্জের দিরাই পৌরসভায় ইকবাল হোসেন চৌধুরী, মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় আনোয়ারুল ইসলাম, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় এম এফ আহমেদ অলি, পঞ্চগড় পৌরসভায় মো. তৌহিদুল ইসলাম, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভায় রেজাউল করিম (রাজা), দিনাজপুর পৌরসভায় ফুলবাড়ীতে শাহাদাৎ আলী, রংপুরের বদরগঞ্জ পৌরসভায় ফিরোজ শাহ, কুড়িগ্রাম পৌরসভায় শফিকুল ইসলাম, রাজশাহীর পুঠিয়া পৌরসভায় আল মামুন, রাজশাহীর কাটাখালী পৌরসভায় অধ্যাপক সিরাজুল হক, সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভায় মাহমুদুল হাসান, কুষ্টিয়ার খোকসা পৌরসভায় রাজু আহম্মেদ, চুয়াডাঙ্গা পৌরসভায় সিরাজুল ইসলাম (মনি), খুলনার চালনা পৌরসভায় আবুল খায়ের খান, বরগুনা বেতাগী পৌরসভায় হুমায়ুন কবির, পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভায় আবদুল আজিজ, বরিশালের উজিরপুর পৌরসভায় শহিদুল ইসলাম খান, বরিশালের বাকেরগঞ্জ পৌরসভায় এস এম মনিরুজ্জামান, ময়মনসিংহের গফরগাঁও পৌরসভায় শাহ আব্দুল্লাহ আল-মামুন, নেত্রকোনার মদন পৌরসভায় এনামুল হক, মানিকগঞ্জ পৌরসভায় আতাউর রহমান আতা, গাজীপুরের শ্রীপুর পৌরসভায় শহিদুল্লাহ্ শহিদ এবং চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় আবুল মুনছুর।

উল্লেখ্য, প্রথম ধাপে ২৫ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ২৮ ডিসেম্বর। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ২৫ পৌরসভার ভোটগ্রহণ করা হবে। ২৫ পৌরসভায় নির্বাচন হলেও ২৩ পৌরসভায় মেয়র পদে প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি। বাকি দুটির বিষয়ে দলটির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

এছাড়া এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ সময় ৩ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com