বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে পতিত জমিতে কলা চাষে স্বল্প খরচে অধিক লাভ হওয়ায় চাষীদের ভাগ্যবদল সহ কলা চাষে আগ্রহ বাড়ছে। উপজেলার সীমান্তবর্তী এলাকা গাজীপুর ইউনিয়নের বাল্লা ও টেকারঘাট গ্রামসহ বিভিন্ন গ্রামে প্রায় শত বিঘা জমিতে কলা চাষাবাদ হয়েছে।
সবুজে মোড়ানো সম্ভাবনাময় সীমান্তবর্তী এলাকা বাল্লা-টেকারঘাট গ্রামের খোয়াই নদীর চরজুড়ে সাজানো হয়েছে কলা বাগান। এখানে ১২ মাস কলা চাষ হয় বলে সব মৌসুমে কলা পাওয়া যায়। এ অঞ্চলে দেখা যায় কলা গাছের সবুজ পাতার আড়ালে ঝুলে আছে কাঁচা-পাকা কলার ছড়া। এখানে ইতিপূর্বে থেমন একটা কিছু চাষ হত না, বর্তমানে সেখানে কলার বাম্পার ফলন হয়েছে। এখানকার মানুষ কলা চাষের উপর নির্ভশীল। দিন দিন সেখানে কলা চাষ বৃদ্ধি পাচ্ছে।
সময়ের সাথে সাথে ‘এ অঞ্চলে কলা চাষে অর্থনেতিক স্বচ্ছলতার পথে হাঁটছেন এখানকার চাষিরা’। চুনারুঘাটের বিভিন্ন প্রত্যন্ত জনপদ থেকে চায়ের রাজ্যসহ বিভিন্ন আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে বিপুল পরিমাণ কলা বিক্রি হচ্ছে হবিগঞ্জ সিলেটসহ সারা দেশের বিভিন্ন হাট বাজারে। সীমান্তবর্তীর চরাঞ্চলে উৎপাদিত কলা চাষীদের বাগান থেকে স্থানীয় পাইকারদের হাত ধরে এসব চরাঞ্চলের কলা ট্রাক ও পিকআপে বোঝাই করে ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বড় বড় শহরে নিয়ে যান পাইকারি ব্যবসায়ীরা। আবহাওয়া ও মাটির উর্বরতার ফলে চরাঞ্চলে দেশীয় কলা চাষের উপযোগিতা ক্রমেই বাড়ছে। এ অঞ্চলের শত বিঘা পতিত জমিতে বাণিজ্যিক ভিত্তিতে দেশি কলার চাষ বাড়লেও বাড়েনি কলা চাষে পর্যাপ্ত সুযোগ-সুবিধা।