সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

শ্রীমঙ্গলে অনূর্ধ-১৬ বালকদের ফুটবল প্রশিক্ষণ শুরু

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০২০-২১ এর আওতায় মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে উপজেলার অনূর্ধ-১৬বালকদের ফুটবল প্রশিক্ষন শুরু হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) জেলার উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি ৫নং কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।

জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ এর সভাপতিত্বে এসময় অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি শমসের খান, বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক রায়হান আহমদ, ইউপি সদস্য ফিরোজ মিয়া, ভৈরবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রতিষ কুমার দেব, তরুণ সমাজসেবক দিলোয়ার হোসেন মামুন ও জেলা ক্রীড়া অফিসের কমল অধিকারী।

মাসব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর ‘সি’ লাইসেন্স প্রাপ্ত ফুটবল কোচ সালেহ আহমেদ। প্রশিক্ষনে ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির ৩৫জন বালক অংশ গ্রহন করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com