শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০১:৪১ অপরাহ্ন
তরফ নিউজ ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন ১৯ বছরের তরুণী সিয়েলো ভিজাগা। দেশটির নারী ফুটবল দলের সদস্য সিয়েলো এখন থেকে সামলাবেন ক্রীড়া উপমন্ত্রীর দায়িত্ব। বলিভিয়ার ক্ষমতাসীন দল মুভমেন্ট ফর সোশ্যালিজম (এমএএস) তাকে এ দায়িত্ব দিয়েছে বলে জানিয়েছে মার্কা।
বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্স বলছেন, ‘ দেশের ক্রীড়াঙ্গনের উন্নতির স্বার্থে কিছু উদ্যোগ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে সিয়েলোকে ক্রীড়া উপমন্ত্রী করার সিদ্ধান্ত নিয়েছি।’ দায়িত্ব পেয়ে প্রথম ভাষণে সিয়েলো ভিজাগা বলেন, ‘যে কোনো মহামারির বিরুদ্ধে সেরা ওষুধ খেলাধুলা। কোনো দেশকে ঐক্যবদ্ধ রাখার সেরা রেসিপিও খেলাধুলা। আমি বলিভিয়ার খেলার উন্নয়নে তরুণদের নিয়ে কাজ করব।’
ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে ৯১তম স্থানে আছে বলিভিয়া নারী ফুটবল দল।।