মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে

কুয়াশায় বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার যানজট

তরফ নিউজ ডেস্ক : ঘন কুয়াশার কারণে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।  বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দিনগত রাত থেকে শুক্রবার (২২ জানুয়ারি) সকাল পর্যন্ত কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখায় বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত যানজট সৃষ্টি হয়।এতে শীতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে সেতুর উপর দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৯টা থেকে কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখা হয়। এজন্য কয়েক ঘণ্টা সেতুর উপর দিয়ে যান চলাচল করতে পারেনি। তাই সেতুর দুই পাশে যানবাহন আটকা পড়ে গাড়ির দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। তবে সেতুতে টোল আদায় শুরু হলেও মাত্রাতিরিক্ত গাড়ির কারণে ধীরগতিতে যান চলাচল করছে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সড়কের একদিকে মহাসড়কের উন্নয়ন কাজ হচ্ছে। এতে এক পাশ দিয়ে পরিবহন চলাচল করায় যানজট সৃষ্টি হচ্ছে। আবার ঘন কুয়াশা ও সেতুতে টোল আদায় বন্ধ থাকায় ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কেই কাটাতে হচ্ছে। কাঁচামাল নিয়ে সঠিক সময়ে ঢাকায় পৌঁছাতে না পারলে ব‌্যবসায়ীরা চরম লোকসানে পড়বেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামাল হোসেন জানান, ঘন কুয়ার কারণে সেতুর টোল আদায় কয়েক দফা বন্ধ রাখায় এ যানজট সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলে যান চলাচল স্বাভাবিক হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com