সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবসা উন্নয়নে সিলেট বিভাগীয় বার্ষিক সম্মেলন-২০২১ ।
শনিবার (৩০ জানুয়ারি) সকালে ‘ব্যবসা উন্নয়নে সিলেট বিভাগীয় সম্মেলন ২০২১’ শীর্ষক স্লোগান সম্বলিত গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের হল রুমে এ অনুষ্ঠানের । এতে প্রধান অতিথি হিসেবে ভাচ্যুয়ালি উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেডের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান।
সোনালী ব্যাংক লিমিটেড জেনারেল ম্যানেজার বাবুল মো. আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং মো. আফজাল করিম, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. সিরাজুল ইসলাম।
সম্মেলনে সোনালী ব্যাংক লিমিটেডের সিলেট বিভাগের ৮০টি শাখার শাখা ব্যবস্থাপক ও নির্বাহীগণ এ সম্মেলনে অংশগ্রহণ করেন।