শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভবিাজারের শ্রীমঙ্গলে দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় মাত্র ৬ মাস আট দিনে পবিত্র আলকুরআন মুখস্থ করে পরিপূর্ণ হাফেজের মর্যাদা পেলেন ৪ মাদ্রাসা ছাত্র।
সোমবার (২৯ মার্চ) রাতে কুরআনে হাফেজদের মাথায় পাগড়ী পরানো হয়। কুরআনে হাফেজরা হলেন, হাফেজ মোঃ আশরাফ,পিতা মোঃ শাহ আলম সাতগাঁও শ্রীমঙ্গল, হাফেজ মোঃ আব্দুল কাদির, পিতা মাওলানা নজরুল ইসলাম শমশেনগর, কমলগঞ্জ। হাফেজ তানিম, পিতা সমর মিয়া, সবুজবাগ শ্রীমঙ্গল। হাফেজ মোঃ রিয়াদ আহমদ পিতা মোঃ আব্দুল মুমিন চুনারুঘাট রানীগাঁও হবিগঞ্জ।
এই হাফেজদের মাথায় মর্যদার পাগড়ী পরিয়ে দেন শ্রীমঙ্গল নতুনবাজার দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্টতা হাফেজ হজরত মাওলানা জামাল উদ্দিন, এসময় মাদ্রার সহকারী শিক্ষক হাফেজ মুজাম্মিল হোসাইন, মাহমুদুল হাসান এবং বিশিষ্ট মুরব্বি ইউসুফ আলী ও ব্যবসায়ী মো. মালেক মিয়া উপস্থিত ছিলেন।
মাদ্রাসার প্রতিষ্টাতা হাফেজ মাওলানা জামাল উদ্দিন মাদ্রাসার জন্য এলাকার সকলের সহযোগিা কামনা করেন।