বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

পিএসএলের নিলামে সাকিব-তামিমসহ পাঁচ বাংলাদেশি

তরফ স্পোর্টস ডেস্ক : পিএসএলের ষষ্ঠ আসর শুরু হওয়ার পরই স্থগিত হয়ে যায়। গত মার্চে স্থগিত হওয়ার আগে মাঠে গড়ায় ১৪ ম্যাচ। আসর শুরুর আগে নিলামে ২০ বাংলাদেশি ক্রিকেটার থাকলেও কেউ দল পেয়েছিলেন না। দল না পাওয়ার কারণটা জাতীয় দলের ব্যস্ততা। স্থগিত পিএসএলের নতুন তারিখ আগেই ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাকি ম্যাচগুলোর জন্য আবারো নিলাম আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। এই নিলামে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবালসহ পাঁচ বাংলাদেশি ক্রিকেটার। আগামী সপ্তাহে ভার্চুয়াল সেশনের মাধ্যমে ১৩২ জন বিদেশি খেলোয়াড়কে নিয়ে হবে এই প্লেয়ার্স ড্রাফট।

পিএসএল নিলামের সর্বোচ্চ ক্যাটাগরি প্লাটিনামে রয়েছেন সাকিব আল হাসান। পরের ক্যাটাগরি ডায়মন্ডে রয়েছেন তামিম ইকবাল।

সিলভার ক্যাটাগরিতে রয়েছেন লিটন দাস, তাসকিন আহমেদ ও সাব্বির রহমান। আগামী ১লা জুন আবারো মাঠে গড়াবে স্থগিত হওয়া পিএসএল। ফাইনাল ২০শে জুন। জুনেও বাংলাদেশ জাতীয় দলের ব্যস্ততা রয়েছে। সূচি চূড়ান্ত না হলেও জুনে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। দল পেলেও বাংলাদেশি ক্রিকেটারদের পিএসএলের ষষ্ঠ আসরে খেলা হবে কি না তা নিয়ে রয়েছে সংশয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com