শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:০৫ অপরাহ্ন
তরফ আন্তর্জাতিক ডেস্ক : ভবানীপুর কেন্দ্রের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ইস্তফা দিলেন তার বিধায়ক পদ থেকে। একই সঙ্গে তিনি রাজ্যের কৃষি মন্ত্রী ছিলেন। ভবানীপুর কেন্দ্র থেকে লড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই শোভনদেবের এই ইস্তফা বলে জানা গেছে। ২০১১ সালে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে তখন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর উপনির্বাচনে জিতে বিধায়ক হন। এবার নন্দীগ্রামে পরাজিত মমতা বন্দ্যোপাধ্যায়কে তার মুখ্যমন্ত্রী পদটি রাখার জন্যে ৬ মাসের মধ্যে একটি বিধানসভার আসনে জিতে আসার প্রয়োজন রয়েছে।
শোভনদেব সেই কারণেই নিজের বিধায়ক ও মন্ত্রীর পদটি উৎসর্গ করলেন। উল্লেখ্য এবার শোভনদেব বাবুকে তার রাসবিহারী কেন্দ্র থেকে সরিয়ে এনে ভবানীপুরে দেয়া হয়। সেখানে তিনি বিজেপির রুদ্রনীল ঘোষকে হারান।