শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন
তরফ স্পোর্টস ডেস্ক : ইকুয়েডরের বিপক্ষে গোল ও অ্যাসিস্ট করেছিলেন নেইমার। প্যারাগুয়ের মাঠেও একই নৈপুণ্য দেখালেন ব্রাজিলিয়ান সুপারস্টার। বুধবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়েকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। টানা দুই ম্যাচে গোল করে জিকো ও রোমারিওর রেকর্ডে ভাগ বসিয়েছেন নেইমার। ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে টানা ছয় জয় নিয়ে কনমেবল অঞ্চলে শীর্ষে ব্রাজিল (১৮ পয়েন্ট)। সমান ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া আর্জেন্টিনা রয়েছে দুইয়ে।
আগের ম্যাচে আর্জেন্টিনার মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফেরা প্যারাগুয়ে ঘরের মাঠে ব্রাজিলকে আটকাতে পারেনি। চতুর্থ মিনিটেই ব্রাজিলকে এগিয়ে দেন নেইমার। নিজেদের অর্ধ থেকে উঁচু করে বাড়ানো বল ধরে এগিয়ে গিয়ে ক্রস বাড়ান গ্যাব্রিয়েল জেসুস।
অষ্টম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে এডারসনের পরীক্ষা নেন ওমার আলদেরেতে। ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন ম্যানচেস্টার সিটি গোলরক্ষক। প্রথমার্ধের যোগ করা সময়ে দারুণ ফিনিশিংয়ে জালে বল পাঠান রিচার্লিসন। কিন্তু অফসাইডের জন্য মেলেনি গোল। ৪৮তম মিনিটে গুস্তাভো গোমেসের হেড ঠেকান ব্রাজিল গোলরক্ষক এডারসন। আট মিনিট পর হেড করে বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালেই বল পাঠিয়ে দিচ্ছিলেন প্যারাগুয়ের ফরোয়ার্ড আনহেল রোমেরো। ৫৯তম মিনিটে রিচার্লিসনের চেষ্টা ব্যর্থ করে দেন প্যারাগুয়ে গোলরক্ষক। ১১ মিনিট পর নেইমারের দারুণ পাস বিপজ্জনক জায়গায় পেয়ে যান ব্রাজিলের এই ফরোয়ার্ড। শেষ মুহূর্তের চমৎকার ট্যাকলে বিপদমুক্ত করেন গোমেস। ৮৭তম মিনিটে আলবার্তো এস্পোনোলার শট ঠেকিয়ে ব্রাজিলের ত্রাতা ম্যানচেস্টার সিটি গোলরক্ষক এডারসন। যোগ করা সময়ে নেইমারের কাছ থেকে বল পেয়ে কোণাকুণি শট নেন পাকুয়েতা। পোস্টের ভেতর দিকে বল লেগে জড়ায় জালে।
টানা সাত জয়ের আত্মবিশ্বাস নিয়ে কোপায় আমেরিকায় শিরোপা ধরে রাখার মিশনে নামবে ব্রাজিল। ‘বি’ গ্রুপে ব্রাজিলের প্রথম ম্যাচ ভেনেজুয়েলার বিপক্ষে, ১৩ই জুন।