বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ধান ক্ষেত থেকে ডাকাতের গলাকাটা লাশ উদ্ধার বিজিবি-সেনাবাহিনীর যৌথ অভিযানে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সীমানা পরিবর্তন হলো ৪৬ সংসদীয় আসনের চুনারুঘাটে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়: তারেক রহমান জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষ:  লাঠিচার্জে আহত গণ অধিকার পরিষদের নেতা নুর চুনারুঘাটে বাল্লা স্থলবন্দরের কার্যক্রম স্থগিত চুনারুঘাটের কৃতি সন্তান আব্দুর রহমান তরফদার সচিব পদে পদোন্নতি বাহুবলে দলিল লিখক সমিতির নয়া কমিটি গঠিত

মৌলভীবাজারে বিধিনিষেধ অমান্য করায় ১০২ জনকে অর্থদন্ড

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন ও কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রচারণা ও ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে। জেলায় আজও বিধিনিষেধ অমান্য করায় ১০২ ব্যক্তিকে ৫২হাজার ১০০ টাকার অর্থদন্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ জুলাই) লকডাউন ও কঠোর বিধিনিষেধের অষ্টম দিনে জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের সার্বিক তত্ত্বাবধানে জেলা সদর সহ সবকটি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) ভ্রাম্মমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতকে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার ব্যাটালিয়ানের সদস্যরা সহযোগিতা করেন। এসময় সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ অমান্য করার দায়ে ১০২ ব্যক্তিকে ৫২ হাজার ১০০ টাকার অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্মমাণ আদালত।

এছাড়াও জেলার প্রতিটি উপজেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল ও সড়কের প্রবেশ মুখে চেকপোস্ট স্থাপন করে নজরদারি অব্যহত রেখেছে। জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান বলেন, করোনাভাইরাস সংক্রমণ উর্দ্বগতি প্রতিরোধে সরকার ঘোষিত বিধিনিষেধ মানাতে জেলা প্রশাসনের জনসচেতনতামূলক প্রচারণা ও ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com