শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০১:৪১ অপরাহ্ন
তরফ নিউজ ডেস্ক: আফগানিস্তানে ক্ষমতায় আসা তালেবান অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন করেছে সেই সরকারকে বাংলাদেশ এখনই স্বীকৃতি দেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই কথা জানান। তালেবান সরকারকে স্বীকৃতির ব্যাপারে তাড়াহুড়ো না করার কথা জানিয়ে শাহরিয়ার আলম বলেন, ‘আমরা এখনই আফগানিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছি না। কারণ, এটি তাদের অন্তর্বর্তীকালীন সরকার। আমরা স্থায়ী সরকারের জন্য অপেক্ষা করব। এ বিষয়ে আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’
প্রতিমন্ত্রী বলেন, ‘নারীর অধিকারসহ মৌলিক কিছু বিষয়ে তালেবানের নীতি পর্যবেক্ষণ করছে ঢাকা। তবে দেশটির উন্নয়নে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের মতো বহুপক্ষীয় উদ্যোগ নেওয়া হলে, তাতে ঢাকার সমর্থন থাকবে।’
শাহরিয়ার আলম বলেন, ‘১০ জন বাংলাদেশি এখনো সেখানে আছেন। এরমধ্যে তিনজন উন্নয়নকর্মী। বাকি সাতজন সেখানে স্বেচ্ছায় আছেন। এটি আমাদের জন্য একটি তাৎপর্যপূর্ণ পয়েন্ট। তারা সেখানে একটি স্বস্তিদায়ক পরিবেশ পাচ্ছে।’
এর আগে তালেবান কাবুল দখল নেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছিলেন, তালেবান জনগণের সরকার প্রতিষ্ঠা করলে বাংলাদেশ তাদের স্বীকৃতি দেবে এবং তাদের সঙ্গে কাজও করবে।
গতকাল মঙ্গলবার আফগানিস্তানে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে তালেবান। এই সরকারের নেতৃত্বে রয়েছেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। তার ডেপুটি হিসেবে কাজ করবেন তালেবানের আরেক সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বারাদার।
গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে তালেবান। শুধু পানশির প্রদেশ ছিল তাদের দখলের বাইরে। তালেবানের ঘোষণা অনুযায়ী, পানশির এখন তালেবানের দখলে। আর পানশির দখল নেওয়ার ঘোষণার পরই মঙ্গলবার তালেবান অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা দেয়।