মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পিঠা মেলাকে ঘিরে সানশাইন ক্যাম্পাসে নবীন-প্রবীন-নারী-শিশুর মিলনমেলা বাহুবলের মিরপুরে দি হোপ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাহুবলের পুটিজুরীতে আলোর দিশারী শিক্ষাবৃত্তি পরীক্ষা সম্পন্ন নতুন আইজিপি বাহারুল আলম সড়কে বাকবিতণ্ডার জেরে সাবেক এমপির ‘ফাঁকা গুলি’, মারধর করে পুলিশে সোপর্দ আগাম নির্বাচনে ক্ষমতায় আসবে বিএনপি, কিন্তু… : আইসিজি বাহুবলে বহু কাঙ্খিত স্মার্ট কার্ড বিতরণের সিডিউল ঘোষণা বাহুবলে মা মেয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ইমরান-তুষারের মুক্তির দাবিতে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও কারাবন্দি জেলা ছাত্রদল সভাপতি এমদাদুল হক ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ তুষারসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।

শনিবার বিকেলে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের আরডিহল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শহরে অনুষ্ঠিত হয়। মিছিল শহর প্রদক্ষিণ শেষে চৌধুরী বাজার পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন সর্দারের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম সুজনের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ লিটন, মো: রবেল খান, শাহারাজ আহমেদ, শেখ সাজিদুর রহমান সাজিদ, বিমল চন্দ্র দাশ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম নাজমুল, হুমায়ুন আহমেদ, অলিউর রহমান হান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক মুখলিছুর রহমান ইশান, জেলা ছাত্রদলের সদস্য সোহাগ মুন্সী, ফাহিম আহমেদ, বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রদেলর যুগ্ম আহ্বায়ক শাহ আলীম তালুকদার, সদস্য আব্দুল মোমিন শাকিল, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত রহমান খান তোয়া, পৌর ছাত্রদল নেতা আরিয়ান আহমেদ শিপন, সদর থানা ছাত্রদল নেতা মো: আলা উদ্দিন রানা, আশরাফুজ্জামান রিয়াজ, বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রদল নেতা নাজমুল হোসেন সোহান প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com