সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: নবগঠিত বাহুবল উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিকে ‘অবৈধ ও বিতর্কিত’ আখ্যা দিয়ে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিএনপির একাংশ। আজ রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বাহুবল উপজেলার মিরপুর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপির বহু নেতা-কর্মী অংশ নেন।
প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, গঠনতন্ত্র উপেক্ষা করে জেলার নেতৃত্বকে বিভ্রান্ত করে একটি অগণতান্ত্রিক ও সুবিধাবাদী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দলের ত্যাগী নেতা-কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা বলেন, এ কমিটি ত্যাগী নেতাদের সাথে অবিচার করেছে। তারা কমিটি বাতিলের দাবি জানিয়ে একে “বহু অযোগ্য ও অপমানজনক” বলে আখ্যা দেন এবং তীব্র নিন্দা জানান।
প্রতিবাদ কর্মসূচির আগে এক ঝাড়ু মিছিল বের হয়ে মিরপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।