সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন

মিরপুর বাজারে বিএনপির পূর্ণাঙ্গ কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: নবগঠিত বাহুবল উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিকে ‘অবৈধ ও বিতর্কিত’ আখ্যা দিয়ে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিএনপির একাংশ। আজ রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বাহুবল উপজেলার মিরপুর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপির বহু নেতা-কর্মী অংশ নেন।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, গঠনতন্ত্র উপেক্ষা করে জেলার নেতৃত্বকে বিভ্রান্ত করে একটি অগণতান্ত্রিক ও সুবিধাবাদী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দলের ত্যাগী নেতা-কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা বলেন, এ কমিটি ত্যাগী নেতাদের সাথে অবিচার করেছে। তারা কমিটি বাতিলের দাবি জানিয়ে একে “বহু অযোগ্য ও অপমানজনক” বলে আখ্যা দেন এবং তীব্র নিন্দা জানান।

প্রতিবাদ কর্মসূচির আগে এক ঝাড়ু মিছিল বের হয়ে মিরপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com