রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ অপরাহ্ন
আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা) : চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে আজ সোমবার আওয়ামীলীগ থেকে লাকসাম উপজেলায় চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে একক এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (৪ মার্চ) লাকসাম উপজেলা রিটার্নিং অফিসার এ.কে.এম সাইফুল আলম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহিন আখন্দের নিকট চেয়ারম্যান পদে ১, ভাইস-চেয়ারম্যান পদে ১ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২টি মনোনয়নপত্র জমা পড়েছে। এ উপজেলায় আওয়ামীলীগ ছাড়া অন্য কোন দলের প্রার্থী মনোনয়ন পত্র জমা দেননি।
এদের মধ্যে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বর্তমান চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভূঁইয়া, ভাইস-চেয়ারম্যান পদে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান মহব্বত আলী একক প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তবে আওয়ামীলীগ থেকে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা বেগম এবং উপজেলা যুব মহিলা লীগ নেত্রী পড়শী সাহা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, ইসহাক মিয়া, পৌর আওয়ামীলীগ সভাপতি তাবারক উল্লাহ কায়েস, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, যুগ্ম-আহবায়ক মোঃ দলিলুর রহমান মানিক, সদস্য মোঃ মনিরুল ইসলাম রতন, কাউন্সিলর আবদুল আলিম দিদার, মোঃ শাহ আলম, মোহাম্মদ উল্লাহ, শাহজাহান মজুমদার, খলিলুর রহমান, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, মোঃ রুহুল আমিন, ওমর ফারুক, আবদুল আউয়াল প্রমুখ।