বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:৫৬ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : কাতারে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ বাংলাদেশি। স্থানীয় সময় বুধবার বিকালে দেশটির রাজধানী দোহায় এ দুর্ঘটনা ঘটে। কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর সর্দার আমিন মুন্সি বাড়ির মোহাম্মদ সিরাজ ও ফটিকছড়ি উপজেলার ধর্মপুর সাইফুর বাড়ির মোহাম্মদ জাহেদ। নিহতদের লাশ স্থানীয় দোহা হামাদ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত জমির উদ্দিন ও সৈয়দ হোসেন মিয়া একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত দু’জনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুরে।
জানা যায়, দোহার আবু হামোড় এলাকায় একটি প্রাইভেট কার পেছন থেকে তাদের বহনকারী গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দু’জন মারা যান। দূতাবাসের শ্রম কাউন্সেলর রবিউল ইসলাম জানান, নিহত দু’জনের লাশ দ্রুত দেশে তাদের পরিবারের কাছে পাঠানো হবে। ধাক্কা দেয়া প্রাইভেটকারের মালিকের কাছে ক্ষতিপূরণ আদায় করতে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
কাতার ‘বৃহত্তর ফটিকছড়ি সমিতি’ ও ‘রাউজান সমিতি’ সূত্রে জানা গেছে নিহত দুই বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো ও আহত দুজনের চিকিৎসার তদারকি করছে প্রবাসী সংগঠন দু’টি।।