বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

শ্রীমঙ্গলে মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

শ্রীমঙ্গল, (মৌলভীবাজার) সংবাদদাতা : মাধ্যমিক শিক্ষকদের বেতন থেকে অতিরিক্ত ৪% কল্যাণ ভাতা কর্তন বন্ধসহ প্রজ্ঞাপন বাতিলের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মাধ্যমিক শিক্ষক কর্মচারীরা মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গল চৌমোহনা চত্বরে তারা ওই মানববন্ধন করেন।

উপজেলার শতাধিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণে ওই মানববন্ধনে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষক সমিতি শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ঝলক কান্তি চক্রবর্তী, সাধারণ সম্পাদক মনসুর ইকবালের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন শিক্ষক সুজিত সেন সুমন,খালেদ মোহাম্মদ আব্দুল বাছিত,সুধাংশু শেখর পাল,জেসমিন আক্তার,শাহীনা আক্তার প্রমুখ ৷ অবিলম্বে তারা সরকার কতৃক মাধ্যমিক শিক্ষকদের বেতন থেকে অতিরিক্ত ৪% কল্যাণ ভাতা কর্তন বন্ধ সহ জারীকৃত প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান৷

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com