শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ৩ কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাহুবলে স্মার্ট এনআইডি কার্ড বিতরণের জন্য জনবল নিয়োগ বিজ্ঞপ্তি বাহুবলে দুই মাস ধরে নিখোঁজ রবিউলের সন্ধান চায় পরিবার যে কারণে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেয় সোহাগ ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার পিএসসির প্রশ্নফাঁস: দায় স্বীকার করে ৭ জনের জবানবন্দি, ১০ জন কারাগারে দেশের সম্পদ বেচে মুজিবের মেয়ে ক্ষমতায় আসে না: প্রধানমন্ত্রী ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, প্রতিবাদে বাহুবলে মানববন্ধন

আইপিএলে ম্যাচের সময় এগোচ্ছে

স্পোর্টস ডেস্ক : গত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হুট করে এগিয়ে আনা হয়েছিল ম্যাচ শুরুর সময়। এবার একই পথে হাঁটল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল)। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে আইপিএলের রাতের ম্যাচের সূচিতে এসেছে পরিবর্তন।

বরাবরের মত এবারও আইপিএলের রাতের ম্যাচগুলো শুরু হচ্ছে রাত আটটায় (বাংলাদেশ সময় অনুযায়ী সাড়ে আটটা)। স্ট্র্যাটেজিক টাইম আউটসহ সব মিলিয়ে ম্যাচগুলো শেষ হচ্ছে রাত প্রায় ১২টার দিকে। এতে দর্শকরা বাড়ি ফিরে পরেরদিন সকালে কাজে যেতে বিড়ম্বনার সম্মুখীন হচ্ছিলেন।

এ কারণে আইপিএলের রাতের ম্যাচে সময় এগিয়ে আনার আহ্বান জানিয়েছিলেন দর্শকরা। দর্শকদের দাবি দেরিতে হলেও পূরণ করেছে টুর্নামেন্টের আয়োজক বিসিসিআই। সংস্থাটি জানিয়েছে, চলতি দ্বাদশ আসরের প্লে-অফের ম্যাচগুলো রাত ৮টার পরিবর্তে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে, অর্থাৎ বাংলাদেশ সময় অনুযায়ী রাত ৮টা।

ঐ ম্যাচগুলোতে টস হবে সন্ধ্যা ৭টা, যা লিগ পর্বের ম্যাচের ক্ষেত্রে সাড়ে ৭টায় হয়ে থাকে। আইপিএলের প্লে-অফের সময় মেনে শুরু হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রমীলা ক্রিকেট টুর্নামেন্ট উইমেন’স টি-টোয়েন্টি চ্যালেঞ্জও। ৬ মে শুরু হতে যাওয়া আসরটির পর্দা নামবে ১১ মে। আসরে অংশ নিতে যাওয়া তিনটি দল হল টিম ভেলোসিটি, সুপারনোভাস ও ট্রেইলব্লেজারস।

এই আসরে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অংশ নেবেন মহিলা দলের পেসার জাহানারা আলম। তিনি খেলবেন ভেলোসিটির হয়ে। এই আসরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে রাজস্থানের মানসিং স্টেডিয়ামে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com