সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ০৪:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ

৯৭ বলেই জয়ের বন্দরে কিউইরা

তরফ স্পোর্টস ডেস্ক :পাত্তাই পেল না শ্রীলঙ্কা। দশ উইকেটের বড় জয়ে আত্মবিশ্বাসী শুরু নিউজিল্যান্ডের। ১৩৭ রানের লক্ষ্য। কোনো উইকেট না হারিয়ে মাত্র ১৬ ওভার ১ বলে জয় তুলে নেয় কিউইরা। এই ছোট লক্ষ্য খুব সহজেই পাড়ি দেয় দুই ওপেনার কলিন মুনরো ও মার্টিন গাপটিলের অনবদ্য অর্ধশতকে। গাপটিল ৭৩ ও মুনরো ৫৮ রানে থাকেন অপরাজিত।

এর আগে প্রথম ইনিংসে কিউই বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি লঙ্কানরা। বিশ^কাপের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে মাত্র ১৩৬ রানে গুড়িয়ে যায় তারা।
মাত্র ২৯ ওভার ২ বলে। শুরু থেকেই ধুকতে থাকা লঙ্কানদের এগিয়ে নিতে থাকেন অধিনায়ক দিমুথ করুনারতেœ। তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫২ রানে। এছাড়া দুই অঙ্কের দেখা পান কুশল পেরেরা ২৯ ও থিসারা পেরেরা ২৭। কিউইয়িদের পক্ষে তিনটি করে উইকেট পকেটে পুরেন ম্যাট হেনরি ও লুকি ফার্গুসন। ১টি করে উইকেট পান ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, জিমি নিশাম ও মিচেল স্যান্টনার।

এর আগে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ম্যাচের শুরুতেই কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে দাপট দেখান কিউই বোলাররা। সেই দাপটে লন্ড ভন্ড লঙ্কান ইনিংস।

সাম্প্রতিক সময়ের ধারাবাহিকতার দিক দিয়েও নিউজিল্যান্ড এগিয়ে। বিশ্বকাপে এখন পর্যন্ত ছয়বার সেমিফাইনাল খেলেছে দলটি। তবে গেল বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালেও খেলে ব্ল্যাক কিউইরা। তবে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ ট্রফি হাতছাড়া হয় তাদের।

অন্যদিকে শ্রীলঙ্কার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ তিন ওয়ানডেতে হেরেছে তারা। আবার চলতি বছর মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে লঙ্কানরা। তবে দলে রয়েছেন থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলা ম্যাথিউজের মতো ক্রিকেটার। তাই প্রথম ম্যাচে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২৯.২ ওভারে ১৩৬ (থিরিমান্নে ৪, করুনারত্নে ৫২*, কুসল পেরেরা ২৯, কুসল মেন্ডিস ০, ধনাঞ্জয়া ৪, ম্যাথিউস ০, জিবন মেন্ডিস ১, থিসারা ২৭, উদানা ০, লাকমল ৭, মালিঙ্গা ১; হেনরি ৭-০-২৯-৩, বোল্ট ৯-০-৪৪-১, ফার্গুসন ৬.২-০-২২-৩, ডি গ্র্যান্ডহোম ২-০-১৪-১, নিশাম ৩-০-২১-১, স্যান্টনার ২-০-৫-১)

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com