মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

তরফ স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের চলতি আসরের ৩৮তম ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক ইংল্যান্ড-ভারত। হাইভোল্টেজ এ ম্যাচে প্রতিপক্ষকে হারিয়ে চলতি বিশ্বকাপে শেষ চারে উঠার আশা বাঁচিয়ে রাখতে চায় ইংল্যান্ড। অন্যদিকে ইংল্যান্ডকে হারিয়ে আজকেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে চায় ভারত।

দুই দলই নিজেদের লক্ষ্য পূরণে বাংলাদেশ সময় বিকালে ৩.৩০ মিনিটে নামছে এজবাস্টনে। তার আগে টস ভাগ্যে জিতেছে স্বাগতিকরা। উইকেট ও আবহাওয়ার কথা চিন্তা করে আগে অবশ্য ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দলটি।

এর আগে চলতি বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত হয়েছিল ইংল্যান্ডের। প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই সহজ জয় পেয়েছিল ব্রিটিশরা। সেই সময় ইংল্যান্ডকে দেখে মনে হচ্ছিল এইবার অন্তত ফাইনাল খেলবেই থ্রি লায়ন্সরা। কিন্তু শেষ দুই ম্যাচে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার কাছে অপ্রত্যাশিত হারে এখন সেমিতে উঠায় কষ্টকর হয়ে দাঁড়িয়েছে তাদের। আজকের ম্যাচে হারলে সেমিফাইনালের আশা প্রায় শেষ হয়ে যাবে ইংল্যান্ডের।

এদিকে এখন পর্যন্ত চলতি বিশ্বকাপে অপরাজিত ভারত। পয়েন্ট টেবিলেও দলটি রয়েছে দুইয়ে। ইংল্যান্ডকে আজ হারিয়ে সেখানে আধিপত্যটা ধরে রাখতে চাই কোহলির দল। একই সঙ্গে সেমির টিকিটও বেশ আগেই নিশ্চিত করতে চাই তারা।

এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে ভারত-ইংল্যান্ড মোট সাতবার মুখোমুখি হয়েছে। যেখানে ভারত জিতেছে তিনবার। ইংল্যান্ডও জিতেছে তিনবার। এক ম্যাচ হয়েছে ড্র। আজকের ম্যাচে জিতে তাই হেড টু হেডের লড়াইয়ে কিছুটা হলেও এগিয়ে যেতে চায় দুই দলই।

এদিকে দুই দলের এটি হতে যাচ্ছে শততম ওয়ানডে ম্যাচ। এরই মধ্যে মোট ৫৩টি ম্যাচে জয় তুলে নিয়েছে ভারত। বিপরীতে ৪১টিতে জয় পেয়েছে ইংল্যান্ড। এই পরিসংখ্যানের মতোই, আজকের ম্যাচেও বেশ পিছিয়ে থেকেই শুরু করবে ইংল্যান্ড। তবে তাদের চোখ কিন্তু জয়ে। শুধু তাই নয় এর সঙ্গে ঘরের মাঠে বিশ্বকাপ মঞ্চে টিকে থাকতে চাই মরগান বাহিনী।

ভারত একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), ঋশভ পান্ত, কেদার জাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, যুজভেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), ক্রিস ওকস, আদিল রশিদ, লিয়াম প্ল্যাঙ্কেট, জোফরা আচার, মার্ক উড।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com