শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবল হাসপাতালের নতুন ব্যবস্থাপনা কমিটি প্রথম সভা বাহুবলে উপজেলা পরিষদ নির্বাচনের বাছাইয়ে দুই প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল শিশুদের বিবাদের জেরে আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩৫ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর কেএনএফের প্রধান সমন্বয়ক বান্দরবানের বাসা থেকে গ্রেপ্তার ফেনীতে ট্রেন-ট্রাকের সংঘর্ষে নিহত ৬ ফিলিস্তিনি শিশু দিবস: গাজায় প্রতি ঘণ্টায় মরছে ৪ শিশু বাহুবলে বাংলা নববর্ষ ও ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা বাহুবল মডেল প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাকিস্তানে এবার আত্মঘাতী হামলা, নিহত ২৫

তরফ নিউজ ডেস্ক : করাচিতে চীনা কনস্যুলেটের সামনে হামলার কয়েক ঘণ্টা পরই পাকিস্তানে আবারও বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে। দেশটির উত্তরাঞ্চলের একটি ব্যস্ত মার্কেটে এবার আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়েছে। আর এতে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম বলছে।

শুক্রবার (২৩ নভেম্বর) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওরাকজাই জেলায় এ ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা একটি মোটরসাইকেল নিয়ে সাপ্তাহিক ওই মার্কেটের (জুমা বাজার) ভেতরে ঢুকে যান বলে নিশ্চিত করে দেশটির নিরাপত্ত বাহিনী। আর এতে অন্তত ৩৫ জন আহতও হন বলে জানা যায়।

সংবাদমাধ্যম বলছে, আফগান সীমান্তের কাছে এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে দীর্ঘদিন ধরে জঙ্গিদের রুখে আসছিল পাকিস্তান কর্তৃপক্ষ। অঞ্চলটিতে সুন্নি এবং শিয়া মুসলমানদের মধ্যে উত্তেজনা ছিল। আর শিয়া মসজিদের কাছাকাছি এ বিস্ফোরণ ঘটেছে। সেইসঙ্গে এ বিস্ফোরণে শিয়া সম্প্রদায়েরই বেশি মানুষ মারা গেছেন বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে।

দেশটির নিরাপত্তা বাহিনী বলছে, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে তল্লাশিও চালানো হচ্ছে।

এদিকে, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী মেহমুদ খান এ আত্মঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলছেন, প্রদেশটিকে নিরাপদ দেখতে শত্রুদের ভালো লাগে না।

এর আগে শুক্রবার সকালে করাচিতে চীনের কনস্যুলেটের বাইরে বিস্ফোরণ ঘটিয়ে নিরাপত্তা বাহিনীর ওপর গুলি ছুড়েন সন্ত্রাসীরা। এসময় তাদের প্রতিরোধ করতে গিয়ে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।

সূত্র : বাংলানিউজ২৪

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com