মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

জুড়ী আধুনিক (প্রা:) হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার : মৌলভীবাজারের জুড়ী উপজেলার জাঙ্গিরাই বড়লেখা রোডে অবস্থিত জুড়ী আধুনিক (প্রা:) হাসপাতাল এর বিরুদ্ধে প্রতিশ্রুতি অনুযায়ী সেবা না দেওয়া ও ঔষধের মূল্য বেশি রাখার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্বপন দেবনাথ নামক একজন সেবা প্রার্থী অভিযোগ এনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারীর অভিযোগ আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন বুধবার (১১ ডিসেম্বর) অফিস কার্যালয়ে বসে বাদী এবং হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য শুনে উক্ত হাসপাতাল কর্তৃপক্ষকে দোষি স্বাব্যস্ত করেন এবং দোষী প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

হাসপাতাল কর্তৃপক্ষের ম্যানেজার মো: শামিম উদ্দিন তাৎক্ষনিক জরিমানার টাকা পরিশোধ করেন। আইন অনুযায়ী অভিযোগকারী স্বপন দেবনাথকে জরিমানার ২৫% হিসাবে ৫ হাজার টাকা প্রদান করা হয়।

এব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন বলেন প্রতিশ্রুতি দিয়ে সেবা না দেওয়া একটি অপরাধ তাই তাদেরকে জরিমানা করা হয়েছে। এবং এরকম অভিযোগ পেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যে কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com