রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:০৫ পূর্বাহ্ন
হাজী আব্দুল বাছিত, সংযুক্ত আরব আমিরাত : সংযুক্ত আরব আমিরাতে এয়ার আরবিয়া ফ্লাইট আগের মতোই চলবে বলে ঘোষণা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা।
একটি আশ্চর্য পদক্ষেপে, বিমান সংস্থা এয়ার আরবীয়া তার অনলাইন রিজার্ভেশন পোস্টে বলেন ১ জুন থেকে নিয়মিত বিমানের যাত্রীদের বুকিং চালু করবেন তারা, বিমান সংস্থা এর আগে তার ওয়েবসাইটে উল্লেখ করেছিল যে ফ্লাইটগুলি ৩০ মে পর্যন্ত স্থগিত করা হবে । যে কোনও যাত্রী এখন বাংলাদেশ ঢাকা, পাকিস্তানের করাচি ও পেশোয়ার, মুম্বই, দিল্লি, ভারতের ট্রাইব্যান্ড্রামসহ গন্তব্য স্থান গুলিতে যেতে পারবেন, এয়ার আরবীয়ার ওয়েবসাইট পরিদর্শন করে বিমানটির টিকেট বুকিং করতে পারবেন।
এছাড়া, বৈরুত, কায়রো, মস্কো এবং ইউরোপীয় পূর্ব ইউরোপীয় কয়েকটি দেশে ও বুকিং করতে পারবেন, এই ফ্লাইট গুলি রিটার্ন ফ্লাইটের জন্য উন্মুক্ত থাকবে ।