মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : মঙ্গলবার দুপুরে স্বদিচ্ছা ফাউন্ডেশন এর কাছ থেকে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার তাঁর কার্যালয়ে মিরপুর ইউনিয়নের ১০ জন গ্রাম পুলিশের পক্ষে পিপিই গ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন স্বদিচ্ছা ফাউন্ডেশন এর উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বাবু নিরঞ্জন সাহা নীরু, বাহুবল মডেল প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক শামসুদ্দিন, জেলা সাংবাদিক ফোরাম নেতা কাজী মাহমুদুল হক সুজন, আবু সালেহ মো. আল রাজি, প্রভাষক সুজিত দেব, সমন্নয়কারী মো. আউয়াল মিয়া, স্বেচ্ছাসেবী জসিম উদ্দিন, আবুল ফজল।
উল্লেখ্য স্বদিচ্ছা ফাউন্ডেশন এর প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন আমেরিকান বাংলাদেশী জনাব জাবের হাসান এবং বাংলাদেশে সমন্বয়কারীর দায়িত্বে আছেন জনাব আব্দুল আউয়াল। উপজেলা নির্বাহী কর্মকর্তা সংগঠন এর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন।।