মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

সাপাহারে পল্লীবিদ্যুৎ সমিতির বিদ্যুৎ বিলে ব্যাপক অনিয়ম

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহার পল্লীবিদ্যুৎ সমিতির বিরুদ্ধে গ্রাহকের বিদ্যুৎ বিল তৈরীর ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী স্থানীয় সাংবাদিক প্রদীপ সাহা তার বিদ্যুৎ বিল সংশোধনের জন্য অফিসে গেলে নিরাপত্তাকর্মী (নাইট গার্ড) সোহেল রানা তার সাথে চরম অশালীন আচরণ করেছে।

ভুক্তভোগী সাংবাদিক প্রদীপ সাহা জানান, আমার বাসার বিল বেশির ভাগ ৬০/৭০ ইউনিটের মধ্যেই সীমাবদ্ধ থাকে। গত ৮ জুনে মনগড়া ১২০ ইউনিট ব্যবহার দেখিয়ে বিল করেছেন বিলম্যান, কিন্তু দু:খের বিষয় ২০জুন পর্যন্ত আর্থৎ ১২দিন বিদ্যুৎ ব্যবহার করার পরেও আরো ৬ ইউনিট বাকী থাকে মিটারে। ৩শ’ সাড়ে ৩শ’ টাকার পরিবর্তে ৬শ’ টাকা দিতে হচ্ছে। এই বিষয় নিয়ে কথা হলে নিরাপর্তা কর্মী (নাইট গার্ড) সোহেল রানা গায়ে পরে আমার সাথে অশালিন আচরণ করেন। আমি তাকে বললাম আপনি গ্রাহকের সাথে এরকম আচরণ করতে পারেন না, আর কারো সর্ম্পকে মন্তব্য করার আগে তার পরিচয় জানা উচিত, তার উত্তরে রাগান্বিত স্বরে সে বলে আপনি কি জিএম, না এজিএম, তার উত্তরে আমি বললাম আমি একজন সাধারণ গ্রাহক। শেষে আমি একজন সংবাদকর্মী পরিচয় দিলে তিনি বলেন তাতে কি হয়েছে আপনি এখান থেকে বের হয়ে যান।

এ ব্যাপারে শনিবার বিকেলে ৩টা ৪০ মিনিটি সাপাহার পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি ম্যানেজার তাজুল ইসলাম এর মোবাইলে ৩/৪বার ফোন দিয়ে রিসিপ না হওয়ায় পত্নীতলা জেনারেল ম্যানেজার নুরল ইসলাম সরকার এর সাথে কথা হলে তিনি জানান- আপনি অফিসেই থাকেন আমার অফিসের কর্মকর্তার সাথে কথা বলে বিলটি ঠিক করে নিয়ে আসবেন এবং তিনি বলেন বিষয়টি আমি দেখছি।

পরে সমিতির ডেপুটি ম্যানেজার তাজুল ইসলাম এর সাথে কথা হলে তিনি জানান-রোববার বেলা ১১টায় আমার বরাবর একটি লিখিত অভিযোগ করেন এবং প্রশাসনিক ভাবে নিরাপর্তা কর্মী (নাইট গার্ড) সোহেল রানার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com