মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

তাহিরপুরে মাটিয়ান হাওরের সমস্যা নিরসন করলেন ইউএনও

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৃহৎ মাটিয়ান হাওরের ইজারাদার ও স্থানীয় জেলেদের মধ্যে সৃষ্ট সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করে দিয়েছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ ।

সোমবার বেলা ২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সমস্যা নিরসনে ইজারাদার ও জেলে পক্ষের লোকজন সহ আলোচনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান আখঞ্জী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,মাটিয়ান হাওরের ইজারাদার দীপক ঘোষ, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহীনুর তালুকদার, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জামাল উদ্দিন, উপজেলা কৃষকলীগ আহবায়ক জিল্লুর রহমান, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম।

সভায় সিদ্ধান্ত হয় কামালের জাঙ্গাল থেকে পূর্ব পর্যন্ত জেলেরা উন্মুক্ত মাছ ধরতে পারবে। সভায় গত কয়েকদিন ধরে সৃষ্ট স্থানীয় জেলে ও ইজারাদার পক্ষের লোকজনের মধ্যে বিভিন্ন ঝামেলা শান্তিপুর্নভাবে সমাধান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com