মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৪ পূর্বাহ্ন

বাহুবলে বই হাতে পেয়ে নতুন স্বপ্নে বিভোর কোমলমতি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: খালি হাতে শিশুরা স্কুলে এসেছে, ফিরেছে নতুন বই নিয়ে। বুকের কাছে আগলে রেখেছে নতুন বই, শুঁকেছে ঘ্রাণ। তাদের চোখে-মুখে ঝিলিক দিয়ে উঠেছে নতুন দিনের স্বপ্ন। নতুন ক্লাসে উঠে প্রথম দিনই হাতে বই পাওয়ায় শিক্ষার্থীরা ছিল বেশ উচ্ছ্বসিত। শহরাঞ্চলের পাশাপাশি প্রত্যন্ত এলাকার স্কুলগুলোও বাদ পড়েনি এই উৎসবের ছোঁয়া থেকে।


সারাদেশের ন্যায় বাহুবল উপজেলায়ও এমনই উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বছরের প্রথম দিন মঙ্গলবার উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে কম-বেশি উৎসব আয়োজনের মধ্য দিয়ে বই বিতরণ করে। বছরের প্রথম দিনে পহেলা জানুয়ারি দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি হাই স্কুল, পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়, ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়, ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়, ফতেহপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, মানব কল্যাণ উচ্চ বিদ্যালয়, আদর্শ বিদ্যানিকেতন ভুলকোর্ট, শাহজালাল মাধ্যমিক বিদ্যালয়, জগতপুর উচ্চ বিদ্যালয়, বিসি উচ্চ বিদ্যালয়, ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়, মিরপর বালিকা বিদ্যালয় ও কলেজ, সানশাইন প্রি ক্যাডেট এন্ড হাই স্কুল, দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল, কিশলয় জুনিয়র হাই স্কুল, সৃজন বিদ্যাপীঠ জুনিয়র হাই স্কুল, খয়রুন্নেছা লতিফ প্রি ক্যাডেট এন্ড হাই স্কুলসহ উপজেলার সকল প্রাথমিক, ইবতেদায়ি ও দাখিল মাদ্রাসায় পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। বই উৎসবের পৃথক পৃথক আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন ও সহকারি কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।

বই উৎসব হবে, ঘোষণা ছিল আগে থেকেই। এ কারণে ঘড়ির কাঁটায় সময় মিলিয়ে শিক্ষার্থীরা হাজির হয় স্কুলে। অনেকে সঙ্গে নিয়ে আসে বাবা-মাকে। উপজেলা প্রশাসন পরিচালিত কিশলয় জুনিয়র হাই স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী খাদিজা ইসলাম মুন জানায়, ‘নতুন বই নিয়ে বাসায় ফিরব। নতুন বইয়ে মলাট দিয়ে কাল বই নিয়ে স্কুলে যাব। খুব মজা হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com