মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৫:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে

কুড়িগ্রাম থেকে ‘স্বপ্নের বাংলাদেশ’-এর যাত্রা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন ‘স্বপ্নের বাংলাদেশ’ এর যাত্রা শুরু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পাগলার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জোড়া পায়রা উড়িয়ে ‘স্বপ্ন আমার, সমৃদ্ধ দেশ’ স্লোগানে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ জাফর আলী।

পরে আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ‘স্বপ্নের বাংলাদেশ’-এর নির্বাহী পরিচালক ও রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের সহকারি পুলিশ সুপার (এএসপি) মো. ফারুক আহমেদ সংগঠনটির উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরেন। এর আগে মনিটরে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সাবেক সাংসদ জাফর আলী, ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ কবির, সংগঠনটির অতিরিক্ত নির্বাহী পরিচালক আবু ইউসুফ প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫ কৃতী শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে দুই শিক্ষার্থীকে সংগঠনের পক্ষ থেকে বৃত্তির ব্যবস্থা করা হয়। স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাইদুল ইসলাম মুকুলের উপস্থাপনায় অনুষ্ঠানে সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে অপর আরও একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। অনুষ্ঠানের মাঝামাঝি সময় ছিল উদ্দীপনামূলক কবিতা আবৃত্তি পরিবেশন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com