শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

মরহুম আবদুল আউয়ালের জন্মশত বার্ষিকী পালন করেছে মুক্তিযোদ্ধা সংসদ

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ১৯৭০ সনের সাবেক গণপরিষদ সদস্য, বৃহত্তর লাকসাম উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও কুমিল্লা জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল আউয়ালের জন্মশত বার্ষিকী উপলক্ষে ১ জুলাই (বৃহস্পতিবার) সকালে কুমিল্লার লাকসাম মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বৃহত্তর লাকসাম উপজেলা মুক্তিযোদ্ধাদের উদ্যোগে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও কেক কেটে জন্মশত বার্ষিকী পালন করা হয়েছে।

বীরমুক্তিযোদ্ধা মনোহর আলী তোতার সভাপতিত্বে মুক্তিযোদ্ধা আবদুল আউয়ালের জন্মশত বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের।

বীরমুক্তিযোদ্ধা মনিরুল আনোয়ারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক গার্ড, সফিকুর রহমান, মোঃ মোস্তফা, ইলিয়াছ মিয়া, শহিদ উল্লাহ, ডাঃ ফয়েজ আহম্মেদ, মোঃ ইউছুফ, মুসলেম মিয়া প্রমূখ।

সাবেক গণপরিষদ সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আবদুল আউয়ালসহ যে সকল বীরমুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com