রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে

শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

শ্রীমঙ্গল, (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা। স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও প্রসার উৎসাহিত করতে এই মেলার আয়োজন করা হয়।

সোমবার (৮ এপ্রিল) সকালে শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন প্রমুখ।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়ে তাদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পগুলো তুলে ধরেন।

বিজ্ঞান মেলায় নিরাপদ শহর প্রজেক্ট নিয়ে এসেছে শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তাদের আনা প্রজেক্টে দেখানো হয়েছে কিভাবে একটি নিরাপদ শহর তৈরি করা যায়, যেখানে সকল ধরনের সুযোগ সুবিধা আছে বিশেষ করে অগ্নিনির্বাপণ ও ফায়ার এক্সিটের বিষয়টি তুলে ধরেছে শিক্ষার্থীরা।

পাহাড়ি রাস্তার বাঁকে দুর্ঘটনা এড়ানোর কৌশল নিয়ে মেলায় অংশ নিয়েছে বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। তারা দর্শনার্থীদের দেখাচ্ছে কিভাবে পাহাড়ি রাস্তায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ এড়ানো যায়।

তাছাড়া বিভিন্ন স্কুল কলেজ তাদের তৈরিকৃত বিভিন্ন প্রজেক্ট নিয়ে মেলায় এসেছে। মেলায় আনা প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে গ্রিন বাংলাদেশ, হাইড্রোলিক এক্সেভেটর, স্বল্পমূল্যের ফিল্টার, হাইড্রোলিক সেতু, বন্যা সতর্কীকরণ পূর্বাভাস, হাইড্রোলিক ফ্লাইওভার ইত্যাদি।

মেলায় হাইড্রোলিক এক্সকেভেটর প্রজেক্ট নিয়ে অংশ নেয়া দৃক ঘোষ জানান, সুযোগ পেলে তারাও পাল্টে দিতে পারে বিশ্বকে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের জন্য, বিশ্বের জন্য তারাও আবিষ্কার করতে পারেন নতুন কিছু। যা এর আগে কেউ ভাবেনি, আবিষ্কারও করেনি।

এই সকল প্রজেক্ট নিয়ে শিক্ষার্থীরা হাজির হয়েছে মেলাতে। ক্ষুদে শিক্ষার্থী, শিক্ষক-অভিভাবক থেকে শুরু করে বাদ যায়নি ছোট্ট শিশুটিও। একটির পর একটি স্টল ঘুরেছেন আর বিস্ময় ভরা চোখে শিক্ষার্থীদের কাছে বর্ণনা শুনেছেন। শিক্ষার্থীরাও উৎসাহ নিয়েই প্রজেক্টের খুঁটি-নাটি ব্যাখ্যা করেছেন দর্শনার্থীদের কাছে।

দুই দিনব্যাপী আয়োজিত এ মেলা শেষ হবে ৯ এপ্রিল মঙ্গলবার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com