শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও শায়েস্তাগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই কিশোরসহ তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন।
শনিবার (৬ জুন) সকালে পৃথক এ দুর্ঘটনাগুলো ঘটে।
মৃতরা হলেন- আজমিরীগঞ্জের রনিয়া গ্রামের মালেক মিয়ার ছেলে মারফত আলী (১৬), আবেদ আলীর ছেলে রবিন মিয়া (১৭) এবং শায়েস্তাগঞ্জের চণ্ডিপুর গ্রামের আছকির মিয়া (৫৫)।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খন্দকার বলেন, সকাল ৯টার দিকে স্থানীয় হাওরে কাজ করছিলেন পাঁচজন। এসময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই ওই দুই কিশোরের মৃত্যু হয় এবং আহত হন তিনজন। আহতদের হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ ইউএনও সুমী আক্তার বলেন, সকালে বজ্রপাতে উপজেলার নূরপুর ইউনিয়নের আকসির মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
এর আগে শুক্রবার হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও বাহুবল উপজেলায় বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক শিশু। নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে সরকারি সহায়তা দেওয়া দিয়েছে স্থানীয় প্রশাসন।