রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন
তরফ স্পোর্টস ডেস্ক : প্রথম ওভারে ক্রিজে যাওয়া মুমিনুল হক দাপুটে ব্যাটিং দলকে দেখালেন পথ। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরিতে দলকে দাঁড় করালেন দৃঢ় ভিতের পর। তার বিদায় দিয়েই নামল ধস। শ্যানন গ্যাব্রিয়েলের ছোবলে ১৩ রানে চার উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়লো দল। লড়াকু ব্যাটিংয়ে দলকে পথ দেখালেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। তাতে প্রথম দিনে তিনশ রান পার করেছে বাংলাদেশ।
চা-বিরতির পর শ্যানন গ্যাব্রিয়েলের ছোবলে ১৩ রানে চার নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে হারিয়ে এলোমেলো হয়ে পড়া বাংলাদেশের অলআউট হওয়াটা মনে হচ্ছিল সময়ের ব্যাপার। তবে লোয়ার অর্ডারের দৃঢ়তায় দিন কাটিয়ে দিয়েছে স্বাগতিকরা।
প্রথম দিন শেষে বাংলাদেশের স্কোর ৩১৫/৮। জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা নাঈম ২৪ ও তাইজুল ৩২ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন নবম উইকেটে গড়েছেন ৫৬ রানের জুটি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৮ ওভারে ৩১৫/৮ (ইমরুল ৪৪, সৌম্য ০, মুমিনুল ১২০, মিঠুন ২০, সাকিব ৩৪, মুশফিক ৪, মাহমুদউল্লাহ ৩, মিরাজ ২২, নাঈম ২৪*, তাইজুল ৩২*; রোচ ১৫-২-৫৫-১, গ্যাব্রিয়েল ১৮-২-৬৯-৪, চেইস ১১-০-৪২-০, ওয়ারিক্যান ২১-৬-৬২-২, বিশু ১৫-০-৬০-১, ব্র্যাথওয়েট ৮-১-১৯-০)