মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাবে একটি ট্রেনের তিনটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা ৬২ পেরিয়েছে এবং ৩০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছেন রহিম ইয়ার খান জেলা সরকার।
বৃহস্পতিবার সকালে পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাবের লিয়াকতপুর শহরের কাছে তেজগাম এক্সপ্রেস নামের ট্রেনে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা যায়। খবর: ডন, নিউজ ১৮।
রেডিও পাকিস্তান জানিয়েছে, ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল।
রেলমন্ত্রী শেখ রশিদ বলেছেন, “সকালে যাত্রীরা যখন নাস্তা করছিল এমন সময় সিলিন্ডার বিস্ফোরণে এই আগুনের সূত্রপাত হয়। সেখানে তাবলিগ জামাতের লোক ছিল যারা রাইওয়ান্ডের দিকে যাচ্ছিল। অনেক লোক ট্রেন থেকে লাফিয়ে তাদের জীবন বাঁচিয়েছে।”
রেলওয়েতে কর্মরত নাবিলা আসলাম বলেছেন, ট্রেনে ওঠার সময় যাত্রীদের কেউ অবশ্যই গ্যাস সিলিন্ডারটি কাপড়ের সাহায্যে লুকিয়ে রেখেছিলেন, কারণ একটি বহন করা নিয়মের বহির্ভুক্ত ছিল।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থার নির্দেশ দেন তিনি।