বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

আজ রাতে মুখোমুখি রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ লা লিগার দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ম্যাচ আজ। মৌসুমের প্রথম ক্লাসিকো লড়াইটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

বার্সেলোনার মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে স্পেনের শীর্ষ লিগের ম্যাচটিতে চির প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হবে রিয়াল। পয়েন্ট টেবিলে একেবারে কাছাকাছি অবস্থান করায় ম্যাচটি উভয় দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

লিগে এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলে এগারো জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। রিয়ালের পয়েন্টও ৩৫। কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয়স্থানে আছে তারা।

বরাবরের মতোই এ লড়াইয়ে বার্সেলোনার খেলোয়াড়দের মধ্যে সবার নজরে থাকছেন লিওনেল মেসি। এ পর্যন্ত রিয়ালের বিপক্ষে খেলেছেন ৪১টি ম্যাচ। এর মধ্যে গোল করেছেন ২৬টি, করিয়েছেন ১৪টি। এবারের লা লিগায় দলের ১৮টি গোলে সরাসরি জড়িত ছিলেন তারকা এই ফরোয়ার্ড। এর মধ্যে নিজে করেছেন ১২টি গোল; অবদান রেখেছেন ছয়টি গোলে।

রিয়ালের খেলোয়াড়দের মধ্যে সবার নজরে থাকছে ছন্দে থাকা করিম বেনজেমা। কোচ জিনেদিন জিদানের অধীনে যেন পুনর্জন্ম হয়েছে তার। এবারের মৌসুমে গোল করা, করানোয় রিয়ালের সেরা পারফরমার বেনজেমা! চলতি লা লিগায় এখন পর্যন্ত ১২টি গোল করেছেন ফরাসি এই স্ট্রাইকার! এছাড়া মাঠে আলো ছড়াচ্ছেন রদ্রিগো গোয়েজ নামের এক তরুণ ব্রাজিলিয়ান। কেবল লা লিগাই নয় রিয়ালের পক্ষে চ্যাম্পিয়ন্স লিগেও মাত করেছেন এ ব্রাজিলিয়ান।

স্ট্রাইকার এডেন হ্যাজার্ডকে রিয়াল পাচ্ছে না সেটা আগে থেকেই নিশ্চিত ছিল। মার্সেলো, হামেস রদ্রিগেজ, লুকাস ভাসকেসও চোট কাটিয়ে উঠতে পারেননি। তাই ক্লাসিকোতে নেই তাদের কেউই। এক ম্যাচ বিশ্রামে থাকার পর পুরোদমে ফেরার কথা কাসেমিরোর।

এদিকে, চোটের কারণে শঙ্কা আছে বার্সেলোনার বেশ কয়েকজন খেলোয়াড়কে নিয়ে। এর মধ্যে উসমানে দেম্বেলে অন্যতম। ঊরুর চোটে ভুগছেন ফরাসি এই ফরোয়ার্ড। অনিশ্চিত ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থারের খেলাও। চোটের কারণে গত তিন ম্যাচেও ছিলেন না তিনি।

ক্লাসিকো লড়াইয়ের আগে সঙ্গত কারণেই আসছে দল দুটির সাম্প্রতিক পরিসংখ্যান। তাতে এগিয়ে বার্সেলোনা। গত বছর লা লিগায় লিওনেল মেসি বিহীন বার্সার কাছে ৫-১ গোলে উড়ে গিয়েছিল রিয়াল। ২০১৬ সালের পর লা লিগায় বার্সার বিপক্ষে জেতাও হয়নি তাদের। এই দশকে লা লিগার ১৯ ক্লাসিকোতে রিয়াল জিতেছে মাত্র চারবার, ১১ বারই জিতেছে বার্সেলোনা। তবে সাম্প্রতিক ইতিহাস ওসব বললেও ফুটবলের ইতিহাস বলে অন্য কথা যেখানে অনেক এগিয়ে লা লিগার ইতিহাসে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ।

বার্সেলোনা একাদশ (সম্ভাব্য): মার্ক-আন্ড্রে টের স্টেগান, নেলসন সেমেদো, জেরার্দ পিকে, ক্লেমো লেংলে, জর্দি আলবা, ফ্রেঙ্কি ডি জং, ইভান রাকিটিচ, সের্হিও বুসকেতস, লিওলেন মেসি, অঁতোয়ান গ্রিসমান, লুইস সুয়ারেস

রিয়াল মাদ্রিদ একাদশ (সম্ভাব্য): থিবো কোর্তোয়া, দানি কারভাহাল, রাফায়েল ভারানে, সের্হিও রামোস, মেন্ডি, কাসেমিরো, টনি ক্রুস, রাফায়েল ভালভার্দে, রদ্রিগো, ভিনিসিউস, করিম বেনজেমা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com